ফোন আপনাকে চালাচ্ছে না তো!
আজকের যুগে মোবাইল ফোন যেন মানুষের জীবনের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে। সকাল ঘুম থেকে উঠেই প্রথম চোখ পড়ে ফোনের স্ক্রিনে, রাত ঘুমানোর আগ পর্যন্ত চোখ পড়ে থাকে সেই একই জায়গায়। কিন্তু একটু থেমে আমরা কি কখনও নিজেদেরকে প্রশ্ন করি— আমি কি ফোন ব্যবহার করছি, না কি ফোনই আমাকে ব্যবহার করছে?
ইসলামে প্রতিটি কাজের জন্য আছে এক হিসাবের দায়িত্ব। মহান আল্লাহ বলেন, “প্রত্যেক কান, চোখ এবং হৃদয় সম্পর্কে জিজ্ঞেস করা হবে।” (সূরা বনি ইসরাঈল, আয়াত ৩৬)। অর্থাৎ আমরা যা শুনি, দেখি এবং ভাবি, তার জন্য আমাদের জবাবদিহি করতে হবে। আর আজকের দিনে আমাদের দেখা, শোনা ও ভাবনার বেশিরভাগই মোবাইলের মাধ্যমে হয়। প্রশ্ন হচ্ছে, এই মোবাইল ফোন ব্যবহারের নিয়ন্ত্রণ কার হাতে?
মোবাইল ফোনকে যদি আমরা আল্লাহর পথচলার একটি সহায়ক মাধ্যম হিসেবে ব্যবহার করি— যেমন কুরআন তিলাওয়াত শোনা, ইসলামিক বক্তৃতা দেখা, দরকারি দাওয়াহ শেয়ার করা, তাহলে তা হতে পারে আমাদের আমলের খাতায় সওয়াবের কারণ। কিন্তু যদি একই ফোন আমাদের নামাজের সময়েও বিরক্ত করে, যদি রাত জেগে শুধু স্ক্রল করে সময় নষ্ট হয়, যদি ফিতনা ও অশ্লীলতায় নিমগ্ন করে রাখে— তাহলে এটি তো আর আমাদের অধীন নয়, বরং আমরা তার অধীন।
ফোনের স্ক্রিন আমাদের চোখের আলোকে কেড়ে নিচ্ছে, কিন্তু সেই আলো যাওয়ার আগে আমরা কি হিদায়াতের আলো— খুঁজছি? এরপর হাতে কথা বলতে গেলে, আফসোস! আমাদের আমাদের হাতে আঙ্গুল গুলো ব্যস্ত চ্যাটে, স্ক্রোলে, ক্লিকে, অথচ কি সেই আঙ্গুল গুলো তসবিহে ব্যস্ত হতে পারত না? আমাদের অন্তর ব্যস্ত অজস্র তথ্য, বিনোদন আর গসিপে, কিন্তু কি সেই অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হতে পারত না?
ইসলামীক দৃষ্টিতে সময়কে অপচয় করার সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “দুইটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত— সুস্থতা ও অবসর।” (সহীহ বুখারী)। অথচ আমরা এই অবসরকে ফোনের জালে বন্দি করে ফেলেছি।
একজন প্রকৃত মু’মিনের জন্য মোবাইল ফোন একটি আমানত। যেমন: চোখ, কান, মুখ— সব কিছুই আল্লাহর দেয়া একটি পরীক্ষার মাধ্যম, ফোনও তেমনই। আপনি যখন ফোন চালান, আপনি কি নফসকে চালাচ্ছেন? নাকি আপনার নফসই আপনাকে ফোনে বন্দী করে রেখেছে?
সত্যিকারের মুক্তি তখনই, যখন আপনি ফোন হাতে নিয়েও আল্লাহর ভয়ে সচেতন থাকেন, কী দেখছেন, কী শুনছেন, কোথায় সময় ব্যয় করছেন— সব কিছু নিয়ে চিন্তা করেন। আর যখন ফোন আপনার হৃদয় ও মনকে এমনভাবে কব্জা করে নেয়, যে আপনি নিজের ইচ্ছাশক্তিকে হারিয়ে ফেলেন— তখন ফোন আপনাকে চালাতে শুরু করে।
সর্বোপরি ফোন থাকা থাকুক আপনার হাতে, কিন্তু এর নিয়ন্ত্রণ থাকুক আপনার ঈমানের হাতে। ফোন যেন হয় এক উপকারী বাহন, নাহয় যেন আপনাকে অন্ধকারে টেনে নিয়ে যাওয়ার কারণ।
সর্বশেষ কথা: ফোন আপনার, আপনি চালান। তাই কিয়ামতের দিন ফোন জবাব দেবে না, আপনাকেই দিতে হবে। এটি মাথায় রাখবেন।
No comments