হাসতে ভালো লাগে তাই হাসি

 



হাসি-এই ছোট্ট শব্দটাতেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে সুন্দর এক অনুভূতি। আমি হাসি, কারণ হাসতেই ভালো লাগে। কেউ কেউ ভাবে, আমি বুঝি কোনো চিন্তা-দুঃখ নেই বলেই সবসময় হাসিখুশি থাকি। কিন্তু সত্যি বলতে, হাসি আমার একটা অভ্যাস, একটা প্রতিরোধ, একটা বেঁচে থাকার উপায়।


জীবনে অনেক সময়ই কষ্ট আসে, ভাঙচুর চলে ভেতরে ভেতরে। কিন্তু আমি বিশ্বাস করি, অন্ধকারে যদি একটু আলো জ্বালানো যায়, তাহলে সে অন্ধকার আর এতটা ভয়ঙ্কর লাগে না। আর সেই আলোটাই আমার কাছে "হাসি"। আমি যখন হাসি, তখন কষ্টগুলোও যেন একটু হালকা হয়ে যায়। আমার হাসির মাঝে লুকিয়ে থাকে না বলা অনেক কথা, যেগুলো বলা হয় না, বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়।


অনেকেই প্রশ্ন করে, "তুমি এত হাসো কী করে?" আমি বলি, "হাসতে ভালো লাগে, তাই হাসি।" কারণ আমি জানি, আমার হাসি হয়তো কারো একটুখানি ভালো লাগার কারণ হতে পারে। হয়তো কারো মন খারাপটা একটু ঠিক হয়ে যেতে পারে। হয়তো কারো জীবনের কঠিন মুহূর্তে আমার একটুখানি হাসি কিছুটা আশার আলো দেখাতে পারে।

আমার জীবনে যেটুকু আনন্দ আছে, তা আমি ভাগ করে নিতে চাই — মুখের হাসিতে, আচরণের আন্তরিকতায়, চোখের উজ্জ্বলতায়। কারণ আমরা সবাই তো কষ্টে আছি, সবাই তো লড়ছি নিজের মতো করে। তাহলে যদি একটু হাসি দিয়ে একে অপরকে সাহস জোগানো যায়, সেটা কেন নয়?

আমার হাসি কেবল আনন্দের বহিঃপ্রকাশ নয়, এটা একটা শক্তি। এটা প্রমাণ যে আমি এখনও ভাঙিনি, এখনও লড়ছি, এখনও স্বপ্ন দেখি। আমি হাসি, কারণ আমি চাই অন্যরাও হাসুক। আমি চাই, মানুষ যেন বুঝতে পারে — জীবন যত কঠিনই হোক, তার মাঝেও একটু আশ্রয় খুঁজে নেওয়া যায় হাসিতে।


তাই যখন আপনি আমাকে হাসতে দেখেন, ভাববেন না আমি বোকা কিংবা সব ভুলে গেছি। আমি হাসি, কারণ আমি চাই আপনি ভুলে যান আপনার কষ্টটা অন্তত কিছুক্ষণের জন্য। আমি চাই, আমার হাসির মাঝে আপনি খুঁজে পান একটা পরিচিত উষ্ণতা, একটু আশার আলো।


হাসতে ভালো লাগে — হ্যাঁ, সত্যিই ভালো লাগে। কারণ এই হাসিটাই আমার অস্তিত্ব, আমার ভালোবাসা, আমার প্রতিবাদ।


হাসি দিয়ে শুরু হোক প্রতিটি দিন, আর শেষ হোক ভালোবাসায়।

~সফিউল ইসলাম 

No comments

Powered by Blogger.