সম্পুর্ণ হলো সাবেক ছাত্র ফোরাম আয়োজিত ঈদ পুনর্মিলনী ২০২৪
যেথায় থাকি,যে যেখানে,ঐক্য ও বন্ধু মতো লক্ষ্য । এই স্লোগানকে সামনে রেখে ঈদের দ্বিতীয় দিন গতকাল রোজ মঙ্গলবার সকাল নয় ঘটিকায় , উত্তর চাঁদপুর হযরত আব্দুল কাদির জিলানী (রঃ) মাদ্রাসার নির্ধারিত কক্ষে অনুষ্ঠিত হয় "সাবেক ছাত্র ফোরাম এর আয়োজনে-ঈদ পুনর্মিলনী -২০২৪" । অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ব্যাংকার ও অত্র মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি ও অত্র সংগঠনের উপদেষ্টা, জনাব নেয়ামুল হক (ম্যানেজার) সাহেব ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুপার ও অত্র সংগঠনের উপদেষ্টা, জনাব আইয়ুব আলী সাহেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন, তরুণ সাংবাদিক ও অত্র সংগঠনের সদস্য আমজাদ হোসেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
![]() |
নির্মাণাধীন ভবনের ছবি |
সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ২০২৩ সালের ঈদ উল-ফিতর এর দ্বিতীয় দিন। মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিলো উত্তর চাঁদপুর হযরত আব্দুল কাদির জিলানী (র:) মাদ্রাসার সকল সাবেক ছাত্র/ছাত্রীদের বন্ধন অটুট রাখা। সেই থেকে যাত্রা শুরু করে এই প্রথম বারের মত সদস্যদের নিয়ে বড় আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান স্বতঃস্ফূর্তভাবে সম্পূর্ণ করেন। অত্র সংগঠনের সদস্যদের পক্ষ থেকে প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের কাজ পুনরায় চালু করার লক্ষ্যে ওয়াদাকৃত অর্থের মধ্যে থেকে ৯৭ হাজার টাকা নগদ অর্থ, অত্র প্রতিষ্ঠানের সুপার ও অত্র প্রতিষ্ঠানের সিনিয়র সহ-সভাপতি নিকট সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যদের উপস্থিতিতে হস্তান্তর করা হয়। অবশেষে অনুষ্ঠানের সভাপতির ভাষণ ও দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন করা হয়।
No comments