আপনাকে পাওয়া হবে কী?
আপনারে পাওয়ার জন্য আমার মনে খুব আকাঙ্ক্ষা জাগে,
তবে আপনার কী আমারে পাওয়া জন্য মন কাঁদে?
আমি নাহয় এক দীর্ঘ রাত পার করি,কখন সকল পোহাবে
আমি আপনারে আপন করে ঝাপড়ে মাখবো গাঁয়ে।
আপনে জানেন দীর্ঘশ্বাস ফেললে মনের দুঃখ বাড়ে
আপনারে পাইলে এক স্বস্তির নিঃশ্বাস ফেলতাম ভাবলাম
কিন্তু আমার এই ভাবনার কোন অন্তিম অধ্যায় নেই
বিষদ ছুঁয়ে যায় অন্তর আমার তখন বিষন দুঃখ লাগে।
কত গল্প জমা আছে আমার মন বইয়ের অধ্যায়
আপনারে পাইলে সব শুনাতাম দিন ভর রাত কোলে রেখে
এত আকাঙ্ক্ষা জাগে কেনো হৃদয় জুড়ে, জানেন কী?
কেনো আপনাকে মন না পুষার, দুঃখ পুষে দিবস যামী।
No comments